ঢাকা, ২৯কার্তিক (১৫ নভেম্বর): স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সুইডেনের স্টকহোম শহরের কেন্দ্রে শুক্রবার (১৪ নভেম্বর) একটি ডাবল ডেকার বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাসস্ট্যান্ডে অপেক্ষমাণ যাত্রী ও পথচারীদের উপর দিয়ে চলে যায়। এই ঘটনায় আহত হয়েছেন অনেকে।
সুইডিশ পুলিশ জানিয়েছে, এটি কোনো পরিকল্পিত হামলা নয়। পুলিশের মুখপাত্র বলেন, “এটিকে অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করা হচ্ছে। হামলার মতো কোনো প্রমাণ পাওয়া যায়নি।” বাসচালককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, এই ধরনের ঘটনা স্থানীয়ভাবে বিরল হলেও মাঝে মাঝে ঘটে।
দুর্ঘটনা স্টকহোমের রয়্যাল ইনস্টিটিউট অফ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি ঘটে। দুর্ঘটনার সময় বাসে কোনো যাত্রী ছিলেন না। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ, উদ্ধারকারী সংস্থা এবং অ্যাম্বুল্যান্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের তৎক্ষণাৎ হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয় সংবাদমাধ্যম আফটনব্লাডেটের ছবি থেকে দেখা গেছে, নীল রঙের দ্বিতল বাসের চারপাশে পুলিশ অবস্থান নিয়েছে এবং ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। পুলিশ দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে।