ইব্রাহিমি মসজিদ বন্ধ, হেবরনে কারফিউ জারি ইসরায়েলের

লোকালয় ডিজিটাল রিপোর্ট
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা, ১অগ্রহায়ণ (১৬ নভেম্বর):  ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের হেবরনে মুসলিমদের জন্য ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। একই সঙ্গে হেবরনের পুরোনো শহরে ফিলিস্তিনিদের ওপর কারফিউ জারি করা হয়েছে। বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, মূলত অবৈধ বসতি স্থাপনকারীদের ইহুদি ধর্মীয় উৎসব পালনের সুবিধা দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

হেবরন ডিফেন্স কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দা আরেফ জাবের জানান, শুক্রবার সকাল থেকে পুরোনো শহরের বিভিন্ন এলাকায় কারফিউ কার্যকর রয়েছে। চেকপয়েন্ট বন্ধ থাকায় ফিলিস্তিনি বাসিন্দারা নিজেদের বাড়িতে ফিরতে পারছেন না; অনেককে অন্য এলাকায় স্বজনদের বাড়িতে রাত কাটাতে হচ্ছে। জাবের বলেন, এই কারফিউ আসলে ইব্রাহিমি মসজিদের মুসলিমদের জন্য বরাদ্দ অংশ দখল এবং সেটি সিনাগগে রূপান্তরের প্রক্রিয়ার অংশ।

ফিলিস্তিনি ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানায়, ২০২৫ সালের শুরু থেকে ইব্রাহিমি মসজিদের সুক গেট ও পূর্ব দিকের প্রধান গেট বন্ধ রাখা হচ্ছে এবং জানালাগুলো ঢেকে দেওয়া হয়েছে। হেবরনের পুরোনো শহরের মসজিদটি বর্তমানে পুরোপুরি ইসরায়েলি নিয়ন্ত্রণে আছে। এখানে প্রায় ৪০০ অবৈধ বসতকারী থাকেন এবং ১৫০০ ইসরায়েলি সেনা পাহারা দেন।

১৯৯৪ সালে এক অবৈধ বসতকারীর হামলায় ২৯ জন ফিলিস্তিনি মুসল্লি নিহত হওয়ার পর মসজিদটি দুই ভাগে ভাগ করা হয়—৬৩ শতাংশ ইহুদিদের জন্য, ৩৭ শতাংশ মুসলিমদের জন্য। এছাড়া ইহুদি ধর্মীয় উৎসবের সময়ে মসজিদ মুসলিমদের জন্য, এবং ইসলামি উৎসবের সময়ে ইহুদিদের জন্য বন্ধ রাখা হয়। তবে ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধে মুসলিমদের পূর্ণ প্রবেশাধিকার বহাল রাখা হয়নি।

নিখুঁত নিয়ন্ত্রণ ও কারফিউর কারণে হেবরনের পুরোনো শহরে ফিলিস্তিনিদের দৈনন্দিন জীবন ও ধর্মীয় কর্মকাণ্ড ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Facebook Feed ফিড ফলো করুন

এলাকার খবর

সম্পর্কিত