ঢাকা, ১ অগ্রহায়ণ (১৬ নভেম্বর): সারা দেশে গতকালের তুলনায় আজ রোববার আবহাওয়ার খুব বেশি পরিবর্তন দেখা যায়নি। বরং কিছু এলাকায় তাপমাত্রা সামান্য বেড়েছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা গতকাল ১৪ ডিগ্রি সেলসিয়াস ছিল, যা আজ বেড়ে হয়েছে ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকার তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে আজ ১৯.৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সারা দেশে আকাশ আংশিক মেঘলাসহ প্রধানত শুষ্ক থাকবে। দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায়ও আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সকাল ৬টায় রাজধানীতে তাপমাত্রা ছিল ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের অঞ্চলে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। তাপমাত্রায় বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৫ মিনিটে।