ঢাকা, ১অগ্রহায়ণ (১৬ নভেম্বর): বরিশালের আগৈলঝাড়ায় কলেজে যাওয়ার পথে নিখোঁজ হওয়া পূজা দাসকে খুঁজে না পেয়ে উদ্বেগে পরিবার, তবে পুলিশের তদন্ত বলছে ভিন্ন কথা। নিখোঁজের ছয় দিন পর তদন্ত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে একটি বার্তা আসে ‘আমাকে খুঁইজেন না, আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আছি এবং ভালোই আছি।’
এই বার্তার পর থেকেই নম্বরটি বন্ধ থাকায় রহস্য আরও গভীর হয়েছে। পরিবারের দাবি এ ঘটনা সন্দেহজনক; অন্যদিকে পুলিশ বলছে পূজা প্রাপ্তবয়স্ক, তাই প্রেমিকের সঙ্গে স্বেচ্ছায় চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
গত ৯ নভেম্বর সকালে বরিশাল সরকারি মহিলা কলেজে যাওয়ার উদ্দেশে পূজা বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তার কোনো খোঁজ নেই। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও ব্যর্থ পরিবার। পূজার ভাই রিমন দাস থানায় সাধারণ ডায়েরি করেন, তবে পুলিশের অভিযোগ পরিবার কোনো ক্লু বা সহায়তা দিচ্ছে না। তদন্ত কর্মকর্তা এসআই মনিরুল ইসলাম জানান, বার্তাটি সত্যিই পূজা পাঠিয়েছে কিনা নিশ্চিত হওয়া যায়নি। নম্বরটি সাময়িক সক্রিয় ছিল, পরে বন্ধ হয়ে যায়।
বিশেষ কৌশলে অনুসন্ধান চলছে এবং তারা ধারণা করছেন পূজা নিরাপদে আছে। খুব শিগগিরই উদ্ধার সম্ভব হবে বলে জানান ওসি অলিউল ইসলাম।
নিখোঁজ পূজাকে ঘিরে এলাকায় নানা আলোচনা চলছে। বার্তা, নম্বর বন্ধ এবং পরিবারের নীরবতা সব মিলিয়ে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। পুলিশ বলছে, শেষ পর্যায়ের অনুসন্ধান চলছে এবং উদ্ধার হলে প্রকৃত কারণ জানা যাবে।