রাজধানীতে ককটেল বিস্ফোরণ: পথচারী আহত

লোকালয় ডিজিটাল রিপোর্ট
ককটেল বিস্ফোরণে আহত আবদুল বাসির। ছবি: সংগৃহীত
ককটেল বিস্ফোরণে আহত আবদুল বাসির। ছবি: সংগৃহীত

ঢাকা, ১অগ্রহায়ণ (১৬ নভেম্বর):  রাজধানীর নিউ ইস্কাটনে রবিবার সকাল ৮টা ৪০ মিনিটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, এতে আবদুল বাসির (৫০) নামে এক পথচারী আহত হয়েছেন। তিনি জানান, ওয়াক্ফ ভবনের সামনে দিয়ে বাংলামোটরের দিকে হেটে যাচ্ছিলেন। হঠাৎ ফ্লাইওভার থেকে ককটেল ছুড়ে বিস্ফোরণ করা হয়, ফলে তাঁর পা ও হাতে জখম হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে শনিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে হাতিরঝিল মধুবাগ সেতুতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। রাত ৮টা ২০ মিনিটে আগারগাঁওয়ে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ভবনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক জানান, এডিবি ভবনের সামনের সড়কে বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেনি। দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে ককটেল ছুড়ে পালিয়েছে। পুলিশ ইতিমধ্যেই আসামিদের ধরতে অভিযান শুরু করেছে।

নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে এবং জনসাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Facebook Feed ফিড ফলো করুন

এলাকার খবর

সম্পর্কিত