ঢাকা, ২৮কার্তিক (১৪ নভেম্বর): মানিকগঞ্জের শিবালয়ে পার্কিং করে রাখা দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের একটি স্কুলবাসে গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা চালক তাবেজ খান (৪৫) ভয়াবহভাবে দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত আনুমানিক রাত দেড়টার দিকে ঢাকা–আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকা এই ঘটনা ঘটে। দগ্ধ তাবেজ খান মানিকগঞ্জ সদর উপজেলার বাড়ইবিকুরা এলাকার আবুল হোসেনের ছেলে। শিবালয় থানা পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে, পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার বার্ন ইউনিটে পাঠানো হয়। স্থানীয়রা জানান, রাতের শেষ প্রহরে বাসটি ফলসাটিয়া স্ট্যান্ডে পার্ক করে রাখা ছিল এবং চালক তাবেজ খান বাসের ভেতরেই ঘুমাচ্ছিলেন। হঠাৎ দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শিবালয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালককে উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী বলেন, বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক, এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।