ঢাকা, ২৯ আশ্বিন (১৪ অক্টোবর): সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের স্ত্রী অ্যাডভোকেট হনুফা আক্তার রিক্তার নামে থাকা জমি ও ফ্ল্যাট জব্দ এবং পাঁচটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
সোমবার (১৩ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, হনুফা আক্তার রিক্তা ও তার স্বামী পরস্পর সহযোগিতায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে প্রাথমিক অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে। এ অভিযোগে দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনসহ দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
আবেদনের ভিত্তিতে আদালত কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই মৌজায় সাড়ে ৩৩ শতক জমি ও রাজধানীর ধানমন্ডির ৪৭৮০ বর্গফুটের একটি ফ্ল্যাট জব্দের আদেশ দেন। এছাড়া, তার নামে থাকা পাঁচটি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে।
দুদক সূত্র জানায়, এই সম্পদগুলোর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৭ লাখ টাকা এবং ব্যাংক হিসাবে রয়েছে প্রায় ১৯ লাখ ৭৩ হাজার টাকা।তবে এ বিষয়ে অ্যাডভোকেট হনুফা আক্তার রিক্তা বা তার পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। মামলাটি এখনো তদন্তাধীন।