মুজিবুল হকের স্ত্রী রিক্তার জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

লোকালয় ডিজিটাল রিপোর্ট, স্টাফ রিপোর্টার
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

ঢাকা, ২৯ আশ্বিন (১৪ অক্টোবর):  সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের স্ত্রী অ্যাডভোকেট হনুফা আক্তার রিক্তার নামে থাকা জমি ও ফ্ল্যাট জব্দ এবং পাঁচটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

সোমবার (১৩ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, হনুফা আক্তার রিক্তা ও তার স্বামী পরস্পর সহযোগিতায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে প্রাথমিক অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে। এ অভিযোগে দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনসহ দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আবেদনের ভিত্তিতে আদালত কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই মৌজায় সাড়ে ৩৩ শতক জমি ও রাজধানীর ধানমন্ডির ৪৭৮০ বর্গফুটের একটি ফ্ল্যাট জব্দের আদেশ দেন। এছাড়া, তার নামে থাকা পাঁচটি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে।

দুদক সূত্র জানায়, এই সম্পদগুলোর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৭ লাখ টাকা এবং ব্যাংক হিসাবে রয়েছে প্রায় ১৯ লাখ ৭৩ হাজার টাকা।তবে এ বিষয়ে অ্যাডভোকেট হনুফা আক্তার রিক্তা বা তার পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। মামলাটি এখনো তদন্তাধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Facebook Feed ফিড ফলো করুন

এলাকার খবর

সম্পর্কিত