অমুক কেন জামিন পেল, হুমকি দিলেই অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়: তারেক রহমান

লোকালয় ডিজিটাল রিপোর্ট
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা, ১৬ কার্তিক (০১ নভেম্বর):  দেশের বিভিন্ন শিল্প-কারখানায় হামলা ও বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আম জনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান। বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “অমুক কেন জামিন পেল, হুমকি দিলেই অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়।”

তিনি গাজী টায়ারসহ দেশের শিল্পখাতকে লক্ষ্য করে বলেন, “গাজী টায়ারের মতো সব জ্বালিয়ে দিন। ভারতের টায়ার থাকতে দেশীয় কোম্পানির দরকার কী? এখন আর ইউটিউবারদের চাকরি করতে হয় না, উবার চালাতে হয় না—গায়েবি কমিশন আসে।”

শিল্প-কারখানায় হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “মেঘনা, ফ্রেস, স্কয়ার, একমি সব দালাল। নাবিস্কোতে কদিন আগে মব সৃষ্টি হলো, দেশে নাবিস্কোর মতো কোম্পানি দরকার নেই, ওরা নাস্তিককে জায়গা দেয়। হক গ্রুপের তমিজি হকও দোসর। প্রাণ গ্রুপ তো কাদিয়ানি।”

তারেক রহমান আরো বলেন, “কাদিয়ানি গ্রুপে কেন ৫ লাখ যুবক চাকরি করবে? এই বেতনের ভাত হজম হবে না। শত শত গার্মেন্ট বন্ধ হয়েছে। আমরা কেন দর্জি হব? একটা গার্মেন্টও দরকার নেই।”

শেষে তিনি ব্যঙ্গাত্মকভাবে উল্লেখ করেন, “দেশে কোনো শিল্প-কারখানা দরকার নেই, শুধু দরকার গ্রামীণ ব্যাংক। সবাই ক্ষুদ্র ঋণ নিয়ে গ্রামে গিয়ে এক জোড়া হাঁস পালব। এরপর সেই হাঁস আমেরিকার সেনাঘাঁটিতে সাপ্লাই দেব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Facebook Feed ফিড ফলো করুন

এলাকার খবর

সম্পর্কিত