সাতক্ষীরার শ্যামনগরে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ দুই ডাকাত আটক

মো: আব্দুর রহমান,খুলনা প্রতিনিধি
 ছবি: মো: আব্দুর রহমান
ছবি: মো: আব্দুর রহমান

ঢাকা, ২৪ কার্তিক (০৯ নভেম্বর):  ঢাকা, ২৪ কার্তিক (০৯ নভেম্বর):  সাতক্ষীরার শ্যামনগরে ডাকাতির প্রস্তুতিকালে ২ ডাকাত সদস্যকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। আটককৃতরা হলেন খুলনার কয়রা থানার ইমানপাড়া গ্রামের ইব্রাহিম গাজীর পুত্র বেল্লাল হোসেন এবং খুলনার দাকোপ থানার জয়নগর গ্রামের মৃত জয়নাল খাঁ পুত্র আযহারুল ইসমাল খান জাহান। এবিষয়ে শ্যামনগর থানায় উপপরিদর্শক অভীক বড়াল বাদী হয়ে গতকাল শুক্রবার ৪/৫ জন অজ্ঞাতসহ আটককৃত ২ জনকে আসামী করে এজাহার দায়ের করেছেন।

এজাহারে উপপরিদর্শক অভীক বড়াল উল্লেখ্য করেন আমিসহ উপপরিদর্শক ওয়ালিউর রহমান এবং অনুপ চক্রবর্তী শ্যামনগর থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধারসহ আইন শৃঙ্খলা দায়িত্ব পালন করার সময় শুক্রবার আনুমানিক রাত ১০ টা ৫৫ মিনিটের দিকে গাবুরা ইউনিয়নের চৌদ্দরশী ব্রীজে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন ১২নম্বর গাবুরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গাবুরা গ্রামস্থ আলী হায়দার এর চায়ের দোকানের সামনে কাঁচা রাস্তার উপর বর্ণিত আসামীদ্বয়সহ অজ্ঞাতনামা ৪/৫ জন অবৈধ অস্ত্রধারী সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতির জন্য সমাবেত হয়। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে আমি সঙ্গীয় ফোর্স সহ একই তারিখে রাত অনুমানিক ১১ টা ৫ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করে রাত ১১ টা ২০ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সঙ্গীয় অফিসার ফোর্স ও স্থানীয় জনগণের সহায়তায় ঘটনাস্থল ঘেরাও করি। পুলিশের উপস্থিতি টের পায়ে আসামীরা দিক বিদিক ছুটাছুটি করতে থাকে। অতঃপর আমি সঙ্গীয় অফিসার ফোর্স ও স্থানীয় জনগণের সহায়তায় বর্ণিত আসামীদেরকে গ্রেফতার করি এবং অন্য অজ্ঞাতনামা আসামীরা রাতের অন্ধকারে কৌশলে পালিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত জনগনের সামনে থেকে আটককৃত দুই জনের হাতে থাকা একটি প্লাষ্টিকের বাজারের ব্যাগ থেকে ২ টি হাতল বিহীন লোহার কুঠার, ১ টি কাঠের বাটযুক্ত লোহার হাতুড়ী, ৭ টি ছিদ্রযুক্ত স্কায়ার লোহার রড, ৫ টি ছিদ্রযুক্ত লোহার পাত, ১৫ টি স্প্রিং, ১০ টি লোহার ড্রিল বিট জব্দ করা হয়।আসামীরা জিজ্ঞাসাবাদে জানায় তাহারা ডাকাতি করার জন্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রস্তুতি গ্রহণ করতেছিল। আটককৃত আসামী ও অজ্ঞাতনামা ব্যক্তিরা পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারার অপরাধ করেছে। আটককৃত আসামীদ্বয়ের নামে কয়রা ও দাকোপ থানায় একাধিক মামলা রয়েছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্যা বলেন আসামীদের অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Facebook Feed ফিড ফলো করুন

এলাকার খবর

সম্পর্কিত