ঠাকুরগাঁওয়ে কুখ্যাত মোটরসাইকেল চোর গ্রেফতার, চুরি করা মোটরসাইকেল উদ্ধার

মোঃ আশরাফুল ইসলাম ঠাকুরগাঁও সংবাদদাতা
 ছবি: মোঃ আশরাফুল ইসলাম
ছবি: মোঃ আশরাফুল ইসলাম

ঢাকা, ২০ কার্তিক (০৫ নভেম্বর): ঠাকুরগাঁওয়ে আন্তঃজেলা কুখ্যাত মোটরসাইকেল চোর দলের মূল হোতা মোঃ রিয়াদ হাসান মাসুদ (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বোদা থানার মামলা নং-০২, তারিখ-০৩/১১/২০২৫, ধারায় ৪৫৭/৩৮০ পেনাল কোড-১৮৬০ (জিআর-২৬০/২৫) অনুসারে মামলা রুজু করা হয়।

সূত্রে জানা যায়, গত ১৮/১০/২০২৫ খ্রিঃ বোদা থানাধীন বোদা পৌরসভার নাজিরপাড়া গ্রামের ০৬ তলা ভবনের নিচতলা গ্যারেজ থেকে বাদী আহসান হাবীবের TVS, APACHE RTR 4V, ১৬০ সিসি মোটরসাইকেল চুরি হয়। মামলার তদন্তভার এসআই (নি:) তপন কুমার রায় গ্রহণ করেন। সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় চোর দল এবং মূল হোতা মোঃ রিয়াদ হাসান মাসুদকে সনাক্ত করা হয়।

পরবর্তীতে ০৪/১১/২০২৫ রাত ০৩:০০ ঘটিকায় দিনাজপুর জেলার কোতয়ালী থানার বালুবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ভাড়া বাসা থেকে রিয়াদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তিনি মোটরসাইকেল চুরির বিষয়টি স্বীকার করেন এবং জানান যে চুরি করা মোটরসাইকেলটি লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার জনৈক মোঃ আশরাফুলকে বিক্রি করেছেন।

এসআই তপন কুমার রায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে রিয়াদকে লালমনিরহাটের কালিগঞ্জে হস্তান্তর করেন। ০৪/১১/২০২৫ বিকাল ১৭:৩০ ঘটিকায় কালিগঞ্জের চন্দ্রপুর ইউনিয়নের বত্রিশ হাজারী গ্রাম থেকে চুরি করা মোটরসাইকেল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২,০৪,৯০০ টাকা।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সূত্রে উল্লেখিত মামলা সহ মোট ৬টি চুরি মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। উল্লেখযোগ্য মামলাগুলি হলো:
১। ঠাকুরগাঁও সদর থানা, এফআইআর নং-১০, তারিখ ০৫/০৯/২০২৫, জিআর নং-৩২১, ধারা ৩৮০ পেনাল কোড ১৮৬০।
২। ঠাকুরগাঁও সদর থানা, এফআইআর নং-২৯, তারিখ ০৪/০৯/২০২৫, জিআর নং-৩২০, ধারা ৩৮০ পেনাল কোড ১৮৬০।
৩। ঠাকুরগাঁও সদর থানা, এফআইআর নং-৩২, তারিখ ২১/০৭/২০২৫, জিআর নং-২৬৫, ধারা ২৪০ পেনাল কোড ১৮৬০।
৪। সৈকুরগাঁও, এফআইআর নং-২০/১৭৩, তারিখ ২২/০৭/২০২০, ধারা ৩৪১/৩২৩/৩৭ পেনাল কোড ১৮০০।
৫। ঠাকুরগাঁও সদর, এফআইআর নং-০১, তারিখ ০১/০৩/২০২৬, ধারা পেনাল কোড ১৮৬০।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Facebook Feed ফিড ফলো করুন

এলাকার খবর

সম্পর্কিত