ঢাকা, ১৯ কার্তিক (০৪ নভেম্বর): আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান টুইন কিংবা পোস্টে প্রশ্ন তুলেছেন সরকার কি এমন আচরণ করবে যে ব্যবসায়ীদের জেলে আটক করে রেখে, জেলে বসে তারা কর্মীদের বেতন পরিশোধ করবে?
মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, প্রায় ৩৫৩টি কারখানা বন্ধ রয়েছে এবং লাখ লাখ মানুষ কর্মহীন। অনেক কারখানাই ৫ আগস্টের পর আগুনে পুড়ে গেছে, এমনকি কিছু ক্ষেত্রে একবার পুড়েই থামেনি, দ্বিতীয় দফায় পুনরায় আগুন দেওয়া হয়েছে।
তারেক অভিযোগ করেন, এসব ঘটনার বেশির ভাগ মামলার কেউ দায় স্বীকার করেনি ,অনেক ব্যবসায়ী মিথ্যা মামলায় পলাতক আছেন এবং সরকার-সমর্থিতভাবে শুধুমাত্র নির্দিষ্ট একটি রাজনৈতিক দলে দায়ারোপ করা হচ্ছে।
তিনি আরও বলেন, ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের ওপর হয়েছেন হয়রানি। কিছু মামলা এমনভাবে করা হয়েছে যে এখন ব্যবসায়ীরা আদালতে হাজিরা দেবেন নাকি তাদের ব্যবসা চালাবেন, তা বুঝে উঠা যাচ্ছে না।
তিনি তীব্র সতর্ক করে বলেছেন, যারা অভিযোগে অভিযুক্ত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হলে আমরা একদিন এসব মামলা খতিয়ে দেখব এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব—এমন হুমকিও দিয়েছেন তিনি।