নির্বাচনকে কেন্দ্র করে অনিশ্চয়তা ও ঘটনা ঘটার আশঙ্কা: জিল্লুর রহমান

লোকালয় ডিজিটাল রিপোর্ট
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা, ১৯ কার্তিক (০৪ নভেম্বর):  রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে বিভিন্ন ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। তিনি উল্লেখ করেছেন, বর্তমানে ঐকমত্য কমিশনের রিপোর্ট বা জুলাই সনদ বাস্তবায়নের জন্য আরেকটি কমিশন গঠিত হয়েছে। এই কমিশনের প্রধান প্রফেসর মুহাম্মদ ইউনূস এবং ভাইস চেয়ারম্যান প্রফেসর আলী রিয়াজ। কয়েক মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা থাকায়, নির্বাচনের প্রক্রিয়া ও প্রস্তুতি নিয়ে যথেষ্ট উদ্বেগ রয়েছে।

জিল্লুর রহমান সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে বলেন, গণতন্ত্রগামী শক্তিগুলো মনে করছেন নির্বাচন হবে এবং সেটি সহজ ও সরল হবে না। তিনি দ্রুত এবং ভালো নির্বাচন চাইছেন, যাতে কোনো প্রশ্ন ওঠার সুযোগ না থাকে। ২০০৮ সালের নির্বাচনেও যথেষ্ট সংশয় ছিল এবং সেই প্রক্রিয়ায় নানা প্রশ্ন তৈরি হয়েছিল।

তিনি আরও বলেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল উল্লেখ করেছেন, এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোকে ঐক্যে আসতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে। তবে জিল্লুর রহমান মন্তব্য করেন, “ঐকমত্য কমিশন কয়েক মাস আলোচনা করে রাষ্ট্রের অর্থ খরচ করেছে, কিন্তু বিরোধ মীমাংসা করতে পারেনি। এখন এক সপ্তাহের মধ্যে একত্র হওয়ার আশা করা কতটা বাস্তবসম্মত?”

তিনি বলেন, সরকারপ্রধান আগেই বলেছেন পুলিশ দরকার নেই, আমরা নিজেই নির্বাচন করব। তবে ৫৪ বছরের নির্বাচনী ইতিহাসে এমন কোনো নজির দেখা যায়নি যেখানে এত অল্প সময়ে সব পার্টিকে ঐক্যবদ্ধ করে নির্বাচন সম্পন্ন করা সম্ভব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Facebook Feed ফিড ফলো করুন

এলাকার খবর

সম্পর্কিত