মা গুলতেকিন খানের পোস্টের পর মুখ খুললেন নুহাশ হুমায়ূন

লোকালয় ডিজিটাল রিপোর্ট
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

ঢাকা, ২০ আশ্বিন (৫ অক্টোবর):  প্রখ্যাত লেখক হুমায়ূন আহমেদকে বিয়ে করেছিলেন গুলতেকিন খান। কিশোরী বয়সে বিবাহিত হওয়ার পর দাম্পত্য জীবনে সুখী হতে পারেননি তিনি। অতীত স্মৃতি মনে করে প্রাক্তন স্ত্রী গুলতেকিন খান শুক্রবার (৩ অক্টোবর) ফেসবুকে হুমায়ূন আহমেদের সঙ্গে বিবাহিত জীবনের অভিজ্ঞতা শেয়ার করে আফসোস প্রকাশ করেছেন।

 গুলতেকিনের এই পোস্ট ভাইরাল হওয়ার পর শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় ছেলে নূহাশ হুমায়ুনও ফেসবুকে প্রতিক্রিয়া জানান। নূহাশ লেখেন, কোনো শিল্পী বা সৃষ্টিশীল মানুষকে তার কাজের জন্য ভালোবাসা সম্ভব, তবে তার ব্যক্তিজীবনে ঝামেলা থাকতে পারে। বাস্তবতা হিসেবে দুটোই সত্য হতে পারে।

তিনি আরও লেখেন, “মানুষ জটিল এবং ভুলপ্রবণ (আপনার প্রিয় উপন্যাসের চরিত্রগুলোর মতো)। কেউ কোটি মানুষকে আনন্দ দেয়, অথচ খুব কাছের কাউকে কষ্ট দেয়। তা মানে এই নয় যে, যে কষ্ট পেয়েছে সে চুপ থাকবে। এমনকি যে মারা গেছে তাকে অসম্মান করা যাবে না।”

গত শুক্রবার গুলতেকিনের ফেসবুক পোস্টে হুমায়ূন আহমেদের সঙ্গে সাংসারিক জীবনের একটি ঘটনা তুলে ধরা হয়। অল্প সময়ের মধ্যে ভাইরাল হওয়া পোস্টে অনেকেই তার পক্ষে অবস্থান নিয়েছেন এবং হুমায়ূন আহমেদের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। আবার কেউ কেউ মৃত ব্যক্তিকে নিয়ে এ ধরনের লেখা প্রকাশের জন্য সমালোচনা করেছেন। দুই ধরনের প্রতিক্রিয়াই আহত করেছে নূহাশ হুমায়ুনকে।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Facebook Feed ফিড ফলো করুন

এলাকার খবর

সম্পর্কিত