ঢাকা, ২২ আশ্বিন (৭ অক্টোবর): দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বাগদানের আনন্দ এখনও শেষ হয়নি, এরই মধ্যে ঘটে গেল বিপত্তি। সোমবার (৬ অক্টোবর) তেলেঙ্গানার জোগুলাম্বা গদওয়ালা জেলার হায়দরাবাদ–বেঙ্গালুরু মহাসড়কে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হন বিজয় দেবেরাকোন্ডা।
ঘটনার পরই ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তাদের আশ্বস্ত করতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ বিজয় লেখেন, “সব ঠিক আছে। গাড়িটা একটু আঘাত পেয়েছে, কিন্তু আমরা সবাই ভালো আছি। আজ জিমেও গিয়েছি। এখন বাড়ি ফিরেছি। মাথা সামান্য ব্যথা করছে, তবে বিরিয়ানি আর ঘুমেই ঠিক হয়ে যাবে। সবাইকে ভালোবাসার জন্য ধন্যবাদ।”
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, হায়দরাবাদে ফেরার পথে বিজয়ের গাড়িকে পেছন থেকে একটি দ্রুতগামী গাড়ি ধাক্কা দেয়। এতে তার বিলাসবহুল লেক্সাস এলএম ৩৫০এইচ গাড়িটি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। তবে সৌভাগ্যবশত বিজয় ও গাড়িতে থাকা অন্য আরোহীরা নিরাপদে আছেন। পুলিশ জানিয়েছে, ধাক্কা দেয়া গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বিজয়ের গাড়িচালক থানায় অভিযোগ দায়ের করেন।
চিকিৎসকদের পরামর্শে বর্তমানে বিশ্রামে আছেন বিজয় দেবেরাকোন্ডা। তিনি ভক্তদের জানিয়েছেন, খুব শিগগিরই সম্পূর্ণ সুস্থ হয়ে কাজে ফিরবেন।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে গোপনে বাগদান সম্পন্ন করেন বিজয় ও রাশমিকা। বাগদানের পর তারা পরিবারের সঙ্গে অন্ধ্র প্রদেশের পুত্তাপর্তিতে অবস্থিত সত্য সাই বাবার আশ্রম ‘প্রশান্তি নিলয়ম’ দর্শনে যান। সেখান থেকেই ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। যদিও দুজনই আনুষ্ঠানিকভাবে বাগদানের খবর প্রকাশ করেননি, তবে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তাদের বিয়ে হতে পারে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে।