গোপনে বাগদান সারলেন বিজয়-রাশমিকা

লোকালয় ডিজিটাল রিপোর্ট
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

ঢাকা, ১৯ আশ্বিন (৪ অক্টোবর):  বহুদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দক্ষিণ ভারতীয় অভিনেতা বিজয় দেবরাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মান্দান্নার আংটিবদল সম্পন্ন হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকালে বিজয়ের টিম বিষয়টি নিশ্চিত করেছে।

টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, এই ঘরোয়া বাগদান অনুষ্ঠান ছিল শুধুই ঘনিষ্ঠ পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের উপস্থিতিতে। বিজয় ও রাশমিকা আনুষ্ঠানিকভাবে বাগদান বা বিয়ের তারিখ ঘোষণা না করলেও জানা গেছে, আগামী বছরের ফেব্রুয়ারিতেই তারা বিয়ে করবেন।

ব্যক্তিগত জীবন নিয়ে দুই তারকাই শুরু থেকেই নীরবতা বজায় রেখেছেন। সম্প্রতি বিজয় শেরওয়ানি পরা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, আর রাশমিকা শাড়ি পরা ছবি পোস্ট করেছেন। তাদের ছবি ঘিরে অনুরাগীদের মধ্যে বাগদান ও বিয়ে নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে।

বিজয়-রাশমিকার প্রেমের গুঞ্জন শুরু হয় ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘গীতা গোবিন্দম’ ছবির সময় থেকে। পরে তারা একসঙ্গে অভিনয় করেন ‘ডিয়ার কমরেড’-এ, যা বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। সম্প্রতি নিউইয়র্কে ৪৩তম ইন্ডিয়া ডে প্যারেডে দুজনকে জনসমক্ষে হাত ধরাধরি করে দেখা যায়, তখন থেকে তাদের সম্পর্ক ঘিরে জল্পনা আরও জোরালো হয়।

কাজের দিক থেকে রাশমিকা অভিনীত ‘থাম্মা’ ছবিটি এ বছরের দীপাবলিতে মুক্তি পাবে। এছাড়া শাহিদ কাপুর ও কৃতি শ্যাননের সঙ্গে ‘ককটেল ২’-এও কাজ করছেন তিনি। দক্ষিণ ভারতের ‘এক্সপ্রেশন কুইন’ ও ‘ন্যাশনাল ক্র্যাশ’ খেতাবে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী বলিউডেও নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছেন। বিজয় সর্বশেষ ‘কিংডম’ ছবিতে অভিনয় করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Facebook Feed ফিড ফলো করুন

এলাকার খবর

সম্পর্কিত