'অন্তত গভর্নর বলিনি', ট্রাম্পের মুখে কানাডার ‘প্রেসিডেন্ট’

লোকালয় ডিজিটাল রিপোর্ট
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

ঢাকা, ২৯ আশ্বিন (১৪ অক্টোবর):  কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে প্রধানমন্ত্রী না বলে ‘প্রেসিডেন্ট’ বলে সম্বোধন করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই ট্রাম্পকে রসিক ভঙ্গিতে খোঁচা দেন কার্নি। সোমবার (১৩ অক্টোবর) মিসরে অনুষ্ঠিত গাজা শীর্ষ সম্মেলনে এ ঘটনা ঘটে।

ট্রাম্পের বক্তৃতা শেষে যখন তিনি বিশ্বনেতাদের সঙ্গে করমর্দন করছিলেন, তখনও ক্যামেরা ও মাইক্রোফোন চালু ছিল। ভিডিও ফুটেজে দেখা যায়, হাসিমুখে কার্নি ট্রাম্পকে বলেন, “আচ্ছা, আমি খুশি যে আপনি আমাকে প্রেসিডেন্ট পদে উন্নীত করেছেন।”

তখন ট্রাম্প পাল্টা জবাবে হেসে বলেন, “অন্তত আমি আপনাকে গভর্নর বলিনি।” গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, “প্রেসিডেন্ট ফোন করেছিলেন এবং জানতে চেয়েছিলেন, শীর্ষ সম্মেলনে যোগদান করা কি সার্থক হবে।” এরপর তিনি সরাসরি কার্নিকে ‘মিস্টার প্রেসিডেন্ট’ বলেও সম্বোধন করেন।

বিশ্লেষকরা বলছেন, কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য বানানোর ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য ও শুল্ক নীতিকে ঘিরে দুই দেশের মধ্যে সম্পর্ক এমনিতেই টানাপোড়েনের মধ্যে আছে। তার আগেও ট্রাম্প কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে বারবার ‘গভর্নর’ বলে সম্বোধন করেছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Facebook Feed ফিড ফলো করুন

এলাকার খবর

সম্পর্কিত