হার্টে ব্লকেজ আছে কি না, যে লক্ষণে সতর্ক হবেন

লোকালয় ডিজিটাল রিপোর্ট
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

ঢাকা, ১২ ভাদ্র (২৭আগস্ট): হার্টকে বলা হয় আমাদের শরীরের ইঞ্জিন। এটি ক্রমাগত রক্ত পাম্প করে আমাদের জীবন ধরে রাখে। কিন্তু এই ইঞ্জিনের পথে যদি ধমনীতে কোনো বাধা বা ব্লকেজ দেখা দেয়, তাহলে এটি গুরুতর স্বাস্থ্যঝুঁকির সংকেত হতে পারে।

হার্ট ব্লকেজ ধীরে ধীরে বিকশিত হয়। সময়ের সঙ্গে সঙ্গে শরীরে এর লক্ষণগুলো দেখা দিতে শুরু করে। সবচেয়ে সাধারণ লক্ষণ হলো বুকে চাপ, জ্বালাপোড়া বা ভারী ভাব অনুভব করা, যা প্রায়ই ‘এনজাইনা’ নামে পরিচিত। এই ব্যথা কখনো কাঁধ, হাত বা পিঠে ছড়িয়ে পড়তে পারে। বারবার এই অবস্থা ঘটলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

ছোট হাঁটা বা সিঁড়ি বেয়ে ওঠার পর শ্বাসকষ্ট হওয়া হার্ট ব্লকেজের আরেকটি লক্ষণ। ব্লকেজের কারণে হার্টে অক্সিজেন সরবরাহ ব্যাহত হয়, ফলে শ্বাসকষ্ট দেখা দেয়। এছাড়া, কোনো ভারী কাজ না করেও সারা দিন ক্লান্ত বোধ করা, ঘুমানোর পরও দুর্বল লাগা হার্ট ব্লকেজের লক্ষণ হতে পারে।

ধমনীতে ব্লকেজ থাকলে শরীর পর্যাপ্ত রক্ত ও অক্সিজেন পায় না, যার ফলে ক্রমাগত ক্লান্তি দেখা দেয়। হৃদযন্ত্রে ব্লকেজের কারণে রক্ত প্রবাহ ব্যাহত হলে মস্তিষ্কে পর্যাপ্ত রক্ত পৌঁছায় না, ফলে মাথা ঘোরা, হাল্কা মাথাব্যথা বা কখনো অজ্ঞান হওয়ার সম্ভাবনা থাকে। এটিকে সাধারণ দুর্বলতা ভেবে উপেক্ষা করা উচিত নয়।

হার্টের সঠিক কার্যক্রম ব্যাহত হলে শরীরে তরল জমা হতে পারে, ফলে পা, গোড়ালি ও পায়ের পাতা ফুলে যেতে পারে। এছাড়া তাপ বা ব্যায়ামের সঙ্গে না মিলিয়ে ঘন ঘন ও অতিরিক্ত ঘাম বের হওয়া হার্ট ব্লকেজ বা হৃদযন্ত্রের ব্যর্থতার প্রাথমিক লক্ষণ হতে পারে। বিশেষ করে বুকে ব্যথার সঙ্গে ঘাম হওয়া গুরুতর বিপদের ইঙ্গিত।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Facebook Feed ফিড ফলো করুন

এলাকার খবর

সম্পর্কিত