ভোট নিয়ে কনফিউশনে দুয়েকজন সাংবাদিক, তারা ‘মার্কেট গরম করতে চান’: প্রেস সচিব

লোকালয় ডিজিটাল রিপোর্ট
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

ঢাকা, ২৪ আশ্বিন (৯ অক্টোবর):  অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দুয়েকজন তথাকথিত জ্যেষ্ঠ সাংবাদিক টেলিভিশনে এসে নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। তিনি বলেন, “আমি দেখছি সাধারণ মানুষ খুব ভালোভাবে নিচ্ছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। কনফিউশন দেখছি শুধু দুয়েকজন তথাকথিত জ্যেষ্ঠ সাংবাদিকের মধ্যে। তারা টেলিভিশনে এসে এমন কথা বলেন, যেন সোজা বাংলায় বললে— তারা মার্কেট গরম করতে চান।”


বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ভোট প্রসঙ্গে শফিকুল আলম আরও বলেন, “বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত। নির্বাচনের ট্রেন ইতিমধ্যেই ছেড়ে গেছে।

গ্রামাঞ্চলে গেলেই নির্বাচনের উত্তাপ অনুভব করা যায়। আজকেই একটি রাজনৈতিক দল নির্বাচনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে।”

Google News Icon

সর্বশেষ খবর পেতে Facebook Feed ফিড ফলো করুন

এলাকার খবর

সম্পর্কিত