কৈয়ারধারী মডেল প্রবাসী কল্যাণ সংস্থা'র আত্মপ্রকাশ ও আহ্বায়ক কমিটি গঠন

অনলাইন ডেস্ক | প্রকাশ: 2022-12-27 12:02:02 | সারাদেশ

মোঃসাইফুল ইসলাম,কুমিল্লা।


কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের কৈয়ারধারী গ্রামের প্রবাসে অবস্থানরত রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে গঠিত হয়েছে "কৈয়ারধারী মডেল প্রবাসী কল্যাণ সংস্থা"  কৈয়ারধারী জামে মসজিদ প্রাঙ্গনে রবিবার দুপুরে সকল গ্রামবাসীর উপস্থিতিতে উক্ত সংস্থার আত্মপ্রকাশ ও আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

আহ্বায়ক কমিটিতে বাহারাইন প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মামুন আব্দুস সাত্তার মজুমদারকে আহ্বায়ক,ওমান প্রবাসী মিজানুর রহমাকে সদস্য সচিব, ওমান প্রবাসী ইঞ্জিঃ আব্দুল হককে যুগ্ন আহ্বায়ক করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কাজী ইকবাল হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন;বাহরাইন প্রবাসী হুমায়ুন মজুমদার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; মাষ্টার আব্দুল মতিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন;মাস্টার তোফাজ্জল হোসেন, মাস্টার আব্দুল মমিন, আব্দুল মান্নান সরদার,অধ্যাপক জিয়াউর রহমান জিতু, অধ্যাপক মো: মোহন,ডা: জয়নাল আবেদীন।

এসময় আরো উপস্থিত ছিলেন;সিরাজ মিয়া, মাওলানা কবির আহমেদ, মাস্টার আব্দুল মমিন, আব্দুল মতিন, মাস্টার বেলাল হোসাইন সহ অনেকে।

অনুষ্ঠান শেষে তাৎক্ষণিক ভাবে কৈয়ারধারী উত্তরপাড়া জামে মসজিদের উন্নয়নে মামুন আব্দুস সাত্তার মজুমদার ২০ হাজার টাকা ও মো: হারুনুর রশিদ পাঁচ হাজার টাকা নগদ প্রদান করেন।