উল্টো পথে বাইক; লড়ি চাপায় স্বামীর চোখের সামনেই স্ত্রী'র চিরবিদায়!
অনলাইন ডেস্ক | প্রকাশ: 2022-11-16 11:48:36 | সারাদেশ

মাহফুজ বাবু ;
কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ক্যান্টনমেন্ট সংলগ্ন জেলা সদরের নিশ্চিন্তপুর এলাকায় অজ্ঞাত লড়ি চাপায় ঘটনাস্থলেই বাইক আরোহী এক নারীর মৃত্যু হয়। এঘটনায় আহত হয়েছে মোটরসাইকেল চালক স্বামী। মঙ্গলবার বিকেল আনুমানিক ৪টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম ইভা আক্তার (২০), সে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের আকাবপুর এলাকার রবিউল ইসলাম (২৭) এর স্ত্রী। ইভা আক্তারের বাবার বাড়ি একই উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউপির গারুচো এলাকায় বলে জানা গেছে। নিহত ইভা'র এক বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।
এবিষয়ে খোঁজ নিয়ে নিহতরের স্বজন ও পরিবারের বরাত দিয়ে জানা যায়, বিবাহিত জীবনের মাত্র ২বছর। স্বামী রবিউল ইসলামের এর বাইকের পেছনে বসে কুমিল্লা শহর থেকে বাড়ির পথে ফিরছিলো ইভা আক্তার । বাড়িতে এক বছর বয়সী সন্তানকে রেখে গিয়েছিল। তাড়াহুড়ো করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উল্টো পথেই বাইক চালাচ্ছিলেন স্বামী। চট্রগ্রামমুখী সড়কে ক্যান্টনমেন্ট মার্কেটর কাছাকাছি পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামমুখী অজ্ঞাত লড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় স্ত্রী। গাড়ির আঘাতে ছিটকে সড়কের বাইরে পরে কোন রকমে প্রাণে রক্ষা পায় রবিউল। একটু তাড়াহুড়ো করে উল্টো পথে ফিরতে গিয়ে স্বামী রবিউলের চোখের সামনেই এক বছর বয়সী সন্তান সহ পরিবার পরিজনকে ফেলে চিরতরে না ফেরার দেশে চলে যায় ইভা। লড়ির চাকাগুলো ইভার শরীরে ওপর দিয়ে যাওয়ায় দেহটি থেতলে যায়। আহত স্বামী রবিউল সড়কের পাশে থেকে স্ত্রী লাশ দেখে কান্নায় ভেঙ্গে পরেন। এসময় আশেপাশের লোকজন ছুটে এসে শান্তনা দেয়ার চেষ্টা করতে দেখা যায়।
খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে আসে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা পুলিশের একটি টিম। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, ঘটনাস্থল থেকে নিহতরে মরদেহ ও দুর্ঘটনা কবলিত বাইক উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক অজ্ঞাত গাড়ি বা চালক কাউকে আটক করা সম্ভব হয়নি। মুলত উল্টো পথে চলাচলের কারনেই এ দুর্ঘটনা ও প্রাণহানী হয়েছে। এবিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।