সাতক্ষীরার আশাশুনিতে বজ্রঘাতে রাজ মিস্ত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশ: 2022-08-02 08:15:22 | সারাদেশ

আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধিঃ 

আশাশুনি উপজলার বুধহাটায় বজ্রঘাতে হাফিজুল ইসলাম ঢালী (৩৩) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। নিহত রাজমিস্ত্রি শ্বেতপুর গ্রামের শিক্ষক সামছুর রহমানের ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাত ৮টার দিকে মহেশ্বরকাটি বাজার থেকে বাড়ি ফেরার পথে বেউলা বিলের মধ্যে ফাঁকা রাস্তায় বজ্রঘাতে তার মৃত্যু হয়। 

বৃষ্টি থামার পরে ওই রাস্তার পথচারীরা তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে নিহতের পরিবারকে বিষয়টি জানান। খবর পেয়ে রাত ৯টার দিকে আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম), ইন্সপেক্টর তদন্ত জাহাঙ্গীর হোসেন, বুধহাটা তদন্ত কেন্দ্রের এস আই সিয়াবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তার আকর্ষিক মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনকারী হাফিজুলের মৃত্যু হওয়ায় নির্বাক হয়ে পড়েছেন নিহতের স্ত্রী নাজমা খাতুন।