তিতুমীর কলেজ ছাত্রলীগের সহ সম্পাদক হলেন পীরগঞ্জের আনোয়ার 

অনলাইন ডেস্ক | প্রকাশ: 2022-06-15 03:05:13 | সারাদেশ

আবু তারেক বাঁধন ,  ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

বাংলাদেশ ছাত্রলীগ ঘোষিত ৩২২ সদস্য বিশিষ্ট তিতুমীর কলেজ ছাত্রলীগের কমিটিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার আনারুল ইসলাম আনোয়ার সহ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সুপারিশক্রমে গত রবিবার ১২-০৬-২০২২ ইং এ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য । আনোয়ার  উপজেলার ৭ নং হাজিপুর ইউনিয়নের খামার নারায়ণপুর গ্রামের রজমান আলীর ছেলে । 

তিনি আওয়ামী পরিবারের সন্তান এবং স্কুল জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।কলেজ ছাত্রলীগের সহ- সম্পাদকের দায়িত্ব পাওয়া সৎ যোগ্য ও ত্যাগী ছাত্র নেতা আনোয়ার সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি সকলের কাছে দোয়া প্রার্থী সকলে আমার জন্য দোয়া করবেন।

আমি সহ- সম্পাদক হয়েছি সেটা বড় কথা নয়, আমি ছাত্রলীগের জন্য কি করতে পারব সেটা বড় কথা। আমি ছাত্রলীগের জন্য কাজ করে যাচ্ছি এবং যাব।পদ-পদবি তো শুধু দায়িত্বমাত্র।ভবিষ্যতেও আমি ছাত্রলীগের একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করে যেতে চাই।তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক নির্বাচিত হওয়ায় আনোয়ারকে উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গরা শুভেচ্ছা জানিয়েছেন।