বিশ্বনবীকে কটুক্তি করার বিরুদ্ধে সাতক্ষীরার নগরঘাটায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
অনলাইন ডেস্ক | প্রকাশ: 2022-06-12 09:14:26 | সারাদেশ

আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধিঃ
ভারতের ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী বিজেপি"র মুখপাত্র নূপুর শর্মা ও নবীন জিন্দাল কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে কটুক্তির প্রতিবাদে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নে রবিবার বিকাল ৫টার সময় এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় ধর্মপ্রান মুসল্লিরা।
রবিবার আসর নামাজের পর নগরঘাটা রাইচমিল মোড় থেকে এলাকার ধর্মপ্রান মুসুল্লিরা সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের করে।মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় নগরঘাটা রাইচমিল মোড়ে এসে শেষ হয়ে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ৷
উক্ত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, মাওলানা জি এম কওছার আলি, মাওলানা রুহুক কুদ্দুস, মাওলানা রুহুল আমীন, হাফেফ দেলয়ার হোসেন, হাফেজ মাহবুবুর রহমান, মাওলানা মফিজুল ইসলাম, ব্যবসায়ী ইকবাল হোসেন সহ অন্যান্যরা।