কুমিল্লা টু চট্টগ্রাম টু কক্সবাজার রুটে "তিশা প্লাটিনাম" এসি বাসের শুভ উদ্বোধন

অনলাইন ডেস্ক | প্রকাশ: 2022-05-28 07:17:03 | সারাদেশ

বিশেষ প্রতিনিধিঃ 

কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত "তিশা প্লাটিনাম" বাসের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেনতিশা প্লাস প্রাঃ লিঃ ও তিশা প্লাটিনাম এর চেয়ারম্যান দুলাল হোসেন অপু ও ব্যবস্থাপনা পরিচালক বিমল দে এর সার্বিক তত্ত্বাবধানে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী রোটাঃ কামাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আব্দুস সাত্তার। দোয়া পরিচালনা করেন পদুয়ার বাজার বিশ্বরোড কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল ওয়াদুদ। এ সময় তিশা প্লাটিনামের শুভাকাঙ্ক্ষীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, আমাদের মূল লক্ষ যাত্রীদের সময়োপযোগী পদক্ষেপ পূর্বক নিত্যনতুন আরামদায়ক যাত্রা নিশ্চিত করা। সার্বিক বিবেচনায় তিশা প্লাটিনাম যাত্রী সাধারণসহ দেশের যানবাহন প্রেক্ষাপটে পূর্বের ন্যায় ভবিষ্যতেও আরো ভালো অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি।আমরা তিশা প্লাটিনামের উত্তরোত্তর সফলতা কামনা করছি।