ঢাকায় নাঙ্গলকোট উন্নয়ন পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক | প্রকাশ: 2022-04-20 11:15:49 | রাজধানী

নিজস্ব প্রতিনিধিঃ-

নাঙ্গলকোট উন্নয়ন পরিষদ (নাউপ) এর  আয়োজনে রাজধানীর উত্তরা পলওয়েল কনভেনশন সেন্টারে ২০ ই এপ্রিল বুধবার ঢাকায় বসবাসরত বিভিন্ন শ্রেনি পেশার ব্যক্তিরদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নাঙ্গলকোট উন্নয়ন পরিষদ (নাউপ) সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোবারক হোসেনের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক লোকালয় পত্রিকার সম্পাদক আব্দুস সালাম ভূঁইয়া টিটু, কুমিল্লা প্লাস্টিক ইন্ডাঃ চেয়ারম্যান মোঃ বদিউল আলম, বিশিষ্ট সমাজ সেবক হামদুল্লাহ আল মেহেদী, ডাঃ জামান্স ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ বদিউজ্জামান, রাজনীতিবিদ ইয়াছিন আরাফাত, সমাজ সেবক হুমায়ূন কবির, বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল কবির জহির, ব্যবসায়ী আশরাফুল ইসলাম উজ্জ্বল, ছাত্রনেতা জহিরুল ইসলাম, প্রমূখ।

এসময় উপস্থিত অতিথিরা নাঙ্গলকোটের বিভিন্ন উন্নয়ন বিষয়ে নানান গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, পরে দেশ ও জাতির শান্তি কামনা বিশেষ মোনাজাত করা হয়।