চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার যুবক নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশ: 2021-09-26 05:00:22 | সারাদেশ

চট্টগ্রাম নগরের লালখান বাজার থেকে মুরাদপুরগামী আখতারুজ্জামান ফ্লাইওভারের খুলশী থানা এলাকায় বাসের ধাক্কায় মোবারক হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছেন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আখতারুজ্জামান ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আমিন।নিহত মোবারক হোসেন কুমিল্লার নাঙ্গলকোট থানার মক্রবপুর ইউনিয়নের ভাতড়া এলাকার ভূঁইয়া বাড়ির মৃত মঞ্জু মিয়ার ছেলে।

পুলিশ কর্মকর্তা নুরুল আমিন বলেন, লালখান বাজার থেকে বহদ্দারহাটের দিকে যাওয়ার পথে মোটরসাইকেল ফ্লাইওভারে উঠেছিল। ফ্লাইওভারের খুলশী এলাকায় পৌঁছালে মোটরসাইকেলকে সিটি সার্ভিসের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আরোহী মোবারকের মৃত্যু হয়। আহত আরেকজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
তিনি আরও বলেন, সিসিটিভির ক্যামেরার ফুটেজ দেখে ঘাতক বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে।

লোকালয়/আর/এস/