ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবি: মরদেহ শনাক্তের পর হস্তান্তর
অনলাইন ডেস্ক | প্রকাশ: 2021-08-28 00:44:56 | সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় শতাধিক যাত্রীবাহী নৌকার সঙ্গে বালুবোঝাই ট্রলারের ধাক্কায় রাত ১২টা পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো অনেকে নিখোঁজ আছে। উদ্ধার অভিযান চলমান রয়েছে।
এদিকে, ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চলছে মরদেহ শনাক্তের কাজ। সেখানে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) আবু সাঈদ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বৈদ্যসহ সরকারি কর্মকর্তারা রয়েছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন জানান, কিছু মরদেহ ঘটনাস্থলে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলা সদর হাসপাতালেও বেশকিছু মরদেহ নিয়ে আসা হয়েছে। তাদের স্বজনরা মরদেহ শনাক্ত করতে এখানে এসেছেন। শনাক্ত করে মরদেহ হস্তান্তর করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আনিসুর রহমান জানান, নৌকা ডুবির ঘটনায় এখন পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে অধিকাংশ নারী ও শিশুর মরদেহ রয়েছে। উদ্ধার অভিযান চলমান রয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের লইস্কা বিলে যাত্রীবাহী নৌকার সঙ্গে বালুবোঝাই ট্রলারের ধাক্কার ঘটনা ঘটে।
লোকালয়/আর এস/