করোনায় চট্টগ্রামে আরও ৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশ: 2020-06-19 22:06:53 | সারাদেশ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও ৫ জনের মৃত্যু হয়েছে।  নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪৮ জন।
আজ শুক্রবার (১৯ জুন) দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করে জানান, চট্টগ্রামে ৫টি ল্যাবে ৭২১ জনের নমুনা পরীক্ষা করে আরও ১৪৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।  এর মধ্যে ৯৪ জন মহানগরের ও ৫৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে পাঁচজনের।

ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতাল ল্যাবে ২৭৯ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা শনাক্ত হয়। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির ল্যাবে ১২৪ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জনের করোনা শনাক্ত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১২ জনের নমুনা পরীক্ষা করে নগরীর নয়জন ও বিভিন্ন উপজেলার ২৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ১১০ জনের নমুনা পরীক্ষা করে ৬১ জনের করোনা শনাক্ত হয়। বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালের লাবে ৯৬ জনের নমুনা পরীক্ষায় ছয়জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
সব মিলিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত ৫ হাজার ৯১১ জনের  করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছেন ১৩৬ জন। সুস্থ হয়েছেন ১৬০০ জন।