লালমনিরহাট, ৩০ আশ্বিন (১৫ অক্টোবর): লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর আলম বুধবার বিকালে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার রমনি মোহন খেলার মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, “আমি জীবনের বড় একটি সময় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। অনেক প্রতিকূলতা পেরিয়ে দলের জন্য কাজ করেছি।”
তিনি আরও বলেন, “আমি আমার পরিবারকে ফাঁকি দিয়েছি, আমার সন্তানকে ফাঁকি দিয়েছি—কিন্তু আমার দলকে ফাঁকি দেইনি।” এসময় উপস্থিত নেতাকর্মীরাও আবেগপ্রবণ হয়ে উঠেন এবং সবাই দাঁড়িয়ে তাকে সমর্থন জানান। ‘জাহাঙ্গীর ভাই এগিয়ে চল’ স্লোগান দিতে থাকেন অনেকে।
জাহাঙ্গীর আলম কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং তিনবার চন্দ্রপুর ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।