অপার্থিব, কানাডিয়ান বাংলাদেশী সিম্ফোনিক মেটাল ব্যান্ড। আগামী ২৬ই জানুয়ারি 'অপার্থিব হোমকামিং' শিরোনামে তারা প্রথমবারের মতো বাংলাদেশে লাইভ শো পারফর্ম করতে যাচ্ছে। কনসার্টিতে আরো পারফর্ম করবে ব্যান্ড সোনার বাংলা সার্কাস, কাকতাল, আপেক্ষিক, এ.ক রাহুল এবং অতিথি শিল্পী হিসেবে পারফর্ম করবেন কিংবদন্তি গিটারিস্ট সাজ্জাদ আরেফিন।
মিউজিকাল সলিউশন কোম্পানি গেট সেট রক এর সহায়তায় ঢাকার আগারগাঁও এ অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে এই কন্সার্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুপুর ২টায় কন্সার্টের গেইট খুলে দেওয়া হবে এবং দুপুর ৩টা থেকে কন্সার্টটি শুরু হবে। কন্সার্টের ওপেনিং এক্ট হিসেবে পারফর্ম করবে এ.কে রাহুল। তাছাড়া কন্সার্টের হেডলাইনার হিসেবে থাকছে ব্যান্ড সোনার বাংলা সার্কাস।
কন্সার্টের টিকিটং পার্টনার হিসেবে থাকছে গেট সেট রক, প্রোমোশনাল পার্টনার হিসেবে থাকছে বাংলাদেশী ব্যান্ড মিউজিক ফ্যানস কমিউনিটি - বিবিএমএফসি, টেক পার্টনার হিসেবে থাকছে কোডিক্সেল এবং গিফট পার্টনার হিসেবে থাকছে মিউজিক পয়েন্টে।
৪২০ টাকা মূল্যে কন্সার্টটির টিকিট কিনতে পাওয়া যাচ্ছে www.getsetrock.com এই ওয়েবসাইটে।
কন্সার্টটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে ফেইসবুক ইভেন্ট লিংক দেখুন - https://t.ly/vZn-i
ছবি এবং ডাউনলোড লিংক - https://t.ly/A6UqX
ধন্যবাদান্তে,
হসানুল হক টিটো
গেট সেট রক
রিদওয়ান ফারাবী
গেট সেট রক
যোগাযোগ: রিদওয়ান ফারাবী - ০১৩০০০১৩৮৩৯ , ০১৭৮০৩০৭২৮৯ , তানভীর - ০১৮৫০০৮৯৭৮২
Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.
Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.
Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.