রাজনীতি

  • হোম
  • বিস্তারিত খবর
বিএনপি কোনো পার্টি নয়, রাজাকারদের নিয়ে করা দল: শেখ সেলিম
অ্যাডমিন / ২২-১২-২০২৩

বিএনপি কোনো পার্টি নয়, রাজাকারদের নিয়ে করা দল: শেখ সেলিম

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ‘বিএনপি কোনো পার্টি নয়, সব কয়টা রাজাকার মিলে একটি দল করছে, এটা হলো বিএনপি। নির্বাচন কে করল আর কে না করল, আমাদের কিছু আসে যায় না। জনগণের স্বার্থে সংবিধান, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য সংবিধান। সংবিধানের মতে কেউ যদি মেজরিটি নিয়ে আসে, অবশ্যই সে ক্ষমতা পাবে। কিন্তু গুম-খুন আর হত্যা কেউ করতে পারবে না এবং অনির্বাচিত কেউ ক্ষমতায় আসতে পারবে না।’

গতকাল বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জ সদরের জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফজলুল করিম সেলিম। গোপালগঞ্জ সদরের বড়ফা এজিএম স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই জনসভা হয়।

শেখ ফজলুল করিম সেলিম আরও বলেন, ‘নির্বাচন তার নিজস্ব গতিতে হবে। আগামী ৭ জানুয়ারি ইনশাআল্লাহ নির্বাচন হবে। এবারের নির্বাচন হলো স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে আমাদের জনগণের সংগ্রাম। বিএনপির কথামতো গণতন্ত্র চলবে না। আর বিএনপি যদি নির্বাচন প্রতিহত করার নামে সন্ত্রাস, নৈরাজ্য, গাড়িতে অগ্নিসংযোগ, মানুষ ও পুলিশ হত্যা করে, জনগণ তাদের প্রতিহত করবে।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘সংবিধানে পরিষ্কারভাবে উল্লেখ আছে, অনির্বাচিত কোনো সরকার থাকতে পারবে না। সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী পরবর্তী নির্বাচিত প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। এটাই হলো গণতন্ত্র। জনগণের শক্তিই বড় শক্তি। অস্ত্রের শক্তি বড় শক্তি নয়। আমরা হত্যার রাজনীতি করব না। জনগণ আমাদের ভোট দিয়ে এমন অবস্থা করে দেবে, বিএনপি নামের রাজনৈতিক দল মওলানা ভাসানীর দলের পরিণতি বরণ করবে। আমাদের মাইরে ফেললেও বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। জনগণ ওদের চিনে গেছে।’

তারেক রহমানকে উদ্দেশ্য করে শেখ সেলিম বলেন, ‘অপকর্ম করে লন্ডনে বসে আছে। ওর নাম উচ্চারণ করতে আমার ঘৃণা করে। যত অপকর্ম, সব দাউদ ইব্রাহীমের সঙ্গে লন্ডনে বসে বৈঠক করে।’

শেখ সেলিম আরও বলেন, বিএনপি অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। এটা হবে হাস্যকর। কেউ অসহযোগ মানবে না। বঙ্গবন্ধু অসহযোগের ডাক দিয়েছিলেন। তখন বঙ্গবন্ধুর কথায় দেশ চলেছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অফিস বর্জন করেছিল। জনগণ তাদের (বিএনপি) চেনে। তারেক জিয়া লন্ডনে বসে অসহযোগের ডাক দিয়েছে। বিএনপির অসহযোগ জনগণ মানবে না।’

জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম সুপারুল আলম টিকের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম সাহাবুদ্দিন আজম, সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, জেলা পরিষদের প্রশাসক মুন্সী আতিয়ার রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম বি সাইফ বি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকু, জালালাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মারুফ রেজা প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু সিদ্দিক সিকদারসহ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

3 Comments:

  1. Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.

    1. Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.

    Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked